দীঘিনালায় ইউপি আওঃলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

 দীঘিনালা প্রতিনিধি:  আসন্ন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার ৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ২৮ নভেম্বর। নির্বাচনকে সামনে রেখে উপজেলার ২ নং বোয়ালখালী ইউপি আওঃলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মোস্তফা’র নির্বাচন পরিচালনা সংক্রান্ত বর্ধিত সভা এবং সিনিয়র নেতাকর্মীদের মাঝে ক্রেস্ট প্রধান করেছে ২ নং বোয়ালখালী ইউপি আওঃলীগ। ৫ নভেম্বর (শুক্রবার) উপজেলা আওঃলীগের দলীয় কার্যালয়ে মো. মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা আওঃলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নয়নের ধারা আব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই। বিগত সময়ের তুলনায় দীঘিনালায় ব্যাপক উন্নয়ন এখন দৃশ্যমান। বর্তমান সরকারের উন্নয়নকে ইউনিয়ন সহ সকল স্থর পর্যায়ে পৌছে দিতে একজন সৎ, আদর্শ, দক্ষ ব্যক্তিত্বের ভূমিকা অপরিসীম। আসন্ন ইউপি নির্বাচনে ২নং বোয়ালখালী ইউপির তৃনমুলের ত্যগী আওঃলীগ নেতা মো. মোস্তফা’র উপর আস্থা রেখেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিয়েছেন, আমরা তাকে জয়যুক্ত করার লক্ষ্যে কাজ করবো । এবং তিনি আগামী ২৮ নভেম্বর নৌকার জয়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। ২ বোয়ালখালী ইউপি আওঃলীগের মনোনীত প্রার্থী মো. মোস্তফা বলেন, বাংলাদেশ আওঃলীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা রেখে নৌকার মনোনয়ন দিয়েছেন এবং আমার উপর অর্পিত দায়িত্ব আমি সঠিক ও সুন্দর ভাবে পালন করতে সর্বচ্চ দিয়ে চেষ্টা করবো। সভায় আরও নির্বাচন পরিচালনা সংক্রান্ত গঠন মূলক বক্তব্য রেখেছেন, নন্দু কুমার দে, জাহাঙ্গীর আলম রাজু, আমিনুল হক বুলু, মো. সেলিম, মো. বক্কর, রবিউল আওয়াল, মোশাররফ হোসেন প্রমূখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওঃলীদের বিভিন্ন নেতাকর্মীরা।

মন্তব্য করুন

Your email address will not be published.