আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার হিসেবে বিশ্বের কাছে স্বীকৃতি পেয়েছে, লোহাগাড়ায় এমপি নদভী

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বড় বড় নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ভবন হওয়ায় শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে পাঠদান করতে পারছে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সরকার শিক্ষকদের বেতন বৃদ্ধি করেছে। এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করন করে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য বয়ে এনেছে। তাই আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার হিসেবে বিশ্বের কাছে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

(শনিবার) ৬ নভেম্বর সকালে উপজেলার বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বাবু বিজয় কুমার বড়ুয়া।

বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ লোকমান হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব এম.এ মোতালেব, সাতকানিয়ার পৌর মেয়র মুহাম্মদ জুবাইর, বনফুলের স্বত্বাধিকারী আবদুল শুক্কুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মাসুদ রানা, লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, বিজিসেনেরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি এরফানুল করিম চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জহির উদ্দিন,
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা,আওয়ামী লীগ নেতা মুহাম্মদ রশিদ আহমদ, পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী,আমিরাবাদ ইউপির চেয়ারম্যান মুহাম্মদ ইউনুচ,বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান , বাজালিয়া চেয়ারম্যান তাপস দত্ত।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার এতান্ত সচিব মো. আরিফ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসাইন মিনহাজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুহাম্মদ রিদুওয়ানুল হক, সাধারণ সম্পাদক মুুহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা তাঁতীলীগের আহবায়ক নাছির উদ্দীন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ জয়নু্ল আবেদীন, দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন সুমন, স্হানীয় সাংসদের সহকারী একান্ত সচিব এসএম শাহাদাৎ হোসাইন শাহেদ, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ।

এছাড়াও সভায় বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা, জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দরা উপস্হিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.