আনোয়ারা বরুমচড়া আজিজিয়া মাদ্রাসার পরিচালক হলেন মাওলানা মুহাম্মদ সোলায়মান

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রাম আনোয়ারার প্রাচীন কওমী শিক্ষা প্রতিষ্ঠান বরুমচড়া ইসলামিয়া আজিজিয়া কাসেমুল উলূম মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির মহাপরিচালকের দায়িত্ব পেলেন হাজী মাওলানা মুহাম্মদ সোলায়মান। মাদ্রাসার সাবেক মহাপরিচালক মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী (রহঃ) এর মৃত্যুর পর মাদ্রাসা পরিচালনায় শূন্যতা সৃষ্টি হয়। বুধবার (৩ নভেম্বর) সকালে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসায় শুরা বৈঠকে আয়োজন করে সিদ্ধান্ত মোতাবেক মাদ্রাসার মহাপরিচালক হিসেবে হাজী মাওলানা মুহাম্মদ সোলায়মান কে নির্বাচিত করেন। এসময় শুরা বৈঠকে উপস্থিত ছিলেন পটিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আবদুল হালিম বোখারী (দাঃ বাঃ), সহকারী পরিচালক মুফতি ওবায়দুল্লাহ হামজা, কাফকো জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসেন, মাওলানা আবদুস সালাম আনোয়ারী ও মাষ্টার এনামুল হক সহ প্রমুখ। হাজী মাওলানা মুহাম্মদ সোলায়মান ১৯৮৩ সালে বরুমচড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা আহমদ হাসান (রহঃ) এর পুত্র। তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করেন। মহাপরিচালকের দায়িত্ব পেয়ে হাজী মাওলানা মুহাম্মদ সোলায়মান মহান রব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় ও সবার কাছে দোয়া কামনা করেন৷

মন্তব্য করুন

Your email address will not be published.