দেশে ফিরেছে যুদ্ধজাহাজ ‘আবু উবাইদাহ’ 

শ্রীলংকা ও মালদ্বীপে প্রশিক্ষণ সফর শেষে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘আবু উবাইদাহ’ দেশে ফিরেছে।

বুধবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছে জাহাজটি। নৌবাহিনীর প্রচলিত রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে স্বাগত জানায়। এ সময় বানৌজা ঈসাখানের অধিনায়কসহ স্থানীয় নৌ কর্মকর্তা এবং নাবিকরা উপস্থিত ছিলেন।

এ প্রশিক্ষণ সফরে বানৌজা আবু উবাইদাহ জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম আশরাফুজ্জামানের নেতৃত্বে ২৭ কর্মকর্তাসহ ২৪৮ জন নৌসদস্য অংশ নেন।

জাহাজটি এ সফরে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গত ১৪ ডিসেম্বর জাহাজটি সফরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছিল।

মন্তব্য করুন

Your email address will not be published.