নিউজ ডেস্ক
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি ভোটকেন্দ্র ভাংচুর ও ককটেল বিষ্ফোরণের অভিযোগে দায়ের করা একটি মামলায় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামসহ বিএনপি-জামায়াত সমর্থিত ৫৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সার এ আদেশ দেন। অভিযোগ গঠনের সময় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম আদালতে হাজির ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রুবেল পাল বলেন, আগামী ৩০ মে থেকে এ মামলায় আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৩৬ নম্বর পটিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের কয়েকটি ধারায় ভোটকেদ্রে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা রাজীব হোসেন বাদী হয়ে জামায়েত নেতা ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামসহ ঘটনার সাথে সম্পৃক্ত ২৫ জনের নাম উল্লেখ করে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
আদালতসূত্র জানায়, পরবর্তীতে ২০১৫ সালের ৩১ মার্চ সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরোজ তারেক তদন্ত শেষে চট্টগ্রাম আদালতে পৃথক দু’টি অভিযোগপত্র দাখিল করেন।