জাহেদুল ইসলাম: সাতকানিয়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম মোঃ সোহেল (৩৫)। সে ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসাইন জানান, এসআই মাহবুবুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে।
জিআর- ২২৪/১৪ একটি মামলায় দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সে।