বাঁশখালীতে ট্রাক শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাক ও কাভার্ডভ্যান থেকে বেটারী, চাকা ও পরিবহন কৃত মালামাল প্রতিনিয়ত চুরি বন্ধের প্রতিবাদে চট্টগ্রাম জেলা ট্রাক ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ও চাম্বল বাজার ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ শনিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে চাম্বল বাজারস্থ কার্যালয়ে ট্রাক ও কার্ভাডভ্যান সমিতির সভাপতি আরিফুর রহমান টিপুর সঞ্চালনায় ও ট্রাক কার্ভাডভ্যান মালিক সমিতির উপদেষ্টা গিয়াস উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ শাহজাহান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল খান লাদেন,সহ সাংগঠনিক সম্পাদক আলা উদ্দীন ফারুক,প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,বশির আলম,মৃদুল দত্ত,মোঃ হারুন সিকদার,মোঃ জালাল উদ্দীন,জহির উদ্দীন মোঃ বাবর প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে শ্রমিক নেতারা বলেন, বাঁশখালীতে প্রতিনিয়ত ট্রাক ও কাভার্ডভ্যান থেকে ব্যাটারি, চাকা ও পরিবহণ কৃত মালামাল চুরি হচ্ছে। আমাদের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উক্ত চোরকে হাতে নাতে ধরার পর স্থানীয় রাজনৈতিক ও জনপ্রতিনিধিরা তাদের পক্ষ নিয়ে উল্টো আমাদের শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা দায়ের করে। শ্রমিকরা এসব রাজনৈতিক নেতাদের হাতে প্রতিনিয়ত লাঞ্চিত হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.