মিলছে না টিসিবির ১১০ টাকার তেল

আগামীকাল সোমবার থেকে সারাদেশে একসঙ্গে ১১০ টাকায় তেল বিক্রির কথা থাকলেও তা স্থগিত করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। অনিবার্য কারণবশত আগামীকালের এ কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে সিভয়েসকে জানিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-উর্ধ্বতন কার্যনির্বাহী (অফিস প্রধান) জামাল উদ্দিন আহমেদ।

রোববার (১৫ মে) রাতে সিভয়েসকে তিনি বলেন, অনিবার্য কারণবশত কার্যক্রমটি স্থগিত করা হয়েছে। নতুন সেটা পরে জানিয়ে দেয়া হবে।

এর আগে টিসিবির পক্ষ থেকে জানানো হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে নিম্নআয়ের মানুষের কাছে সাশ্রয়ী ও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। এজন্য সারা দেশে সব মহানগরী জেলা ও উপজেলায় ২৫০-৩০০টি খোলা ট্রাকের মাধ্যমে আগামী ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত বিক্রি কার্যক্রম চলবে।

ট্রাক থেকে একজন ক্রেতা ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, কিনতে পারবেন। এছাড়া গত মাসের অবশিষ্ট ছোলা ৫০ টাকা কেজি দরে ভোক্তার চাহিদা অনুযায়ী বিক্রি করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.