দক্ষিণ চট্টগ্রামে আইবিডাব্লিউএফের সম্মেলন

 

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

 

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেযার ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি সৈয়দ আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান ছিলেন আইবিডাব্লিওএফের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন, উক্ত সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, আইবিডাব্লিওএফের ট্রেড সম্পাদক আলিমুল এহসান, চট্টগ্রাম জোন সভাপতি ডা. এ কে এম ফজলুল হক, সেক্রেটারি শাহজাহান মহিউদ্দিন, ডক্টর হেলাল উদ্দিন নোমান উপদেষ্টা মোহাম্মদ জাকারিয়া, ডা. আবু নাছের ও দক্ষিণ জেলার অর্থ সম্পাদক কাজী মো. জসিম উদ্দিন। প্রশ্নোত্তর পর্বে সাতকানিয়া প্রেসক্লাব আহবায়ক শহীদুল ইসলাম বাবর,মোরশেদ আলম ও মোক্তার আহমদসহ বেশ কয়েকজন অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি বলেন, ব্যবসায়ীদের আল্লাহভীরুতা থাকলে ব্যবসা বরকতময় হযে যাবে। আল্লাহ প্রেমিক ব্যবসায়ীদের সংখ্যা বৃদ্ধি করতে হবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.