সাতকানিয়ার উপজেলার কাঞ্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া বাজারে গত ৬ মার্চ সন্ধ্যা ৭ টায় ফুলতলা সিএনজি সমিতি সেক্রেটারি মোহাম্মদ সেলিমকে শারীরিক নির্যাতন গুরুতর জখমের অভিযোগ উঠেছে। জানা যায় অত্র এলাকার মৃত ওমর আলির ছেলে তারেক (২৭) মোহাম্মদ সেলিমর কাছে চাঁদা দাবী করলে তা দিতে অস্বীকার করে এবং প্রতিবাদ জানালে ঘটনাস্থলে তাকে হেনস্থার স্বীকার হতে হয়। পরবররীতে উক্ত ঘটনার জের ধরে আক্রোশ হয়ে তারেক ও তার ২০-২৫ জনের দলবল নিয়ে সেলিমের উপর ঝাপিয়ে পড়ে এবং অমানবিক ভাবে শারীরিক আঘাত ও মেরে গুরুতর জখম করে। প্রত্যক্ষ দর্শীর বিবরনে জানা যায়, এই ঘটনার সময় দলের নেতৃত্বে ছিলেন মৃত আবদুস সাত্তারের ছেলে মিজান (২৫) এবং রোকন উদ্দিন (৩০) মোঃ বেলাল( ৩৫) সহ অজ্ঞাতনামা কয়েকজন।
সূত্রে জানা যায়, মোহাম্মদ সেলিমকে বাঁচাতে তার অপর দুই ভাই জসীম এবং পারভেজ এগিয়ে আসলে তারেক এবং রোকন মিলে তাদেরকেও মাথায় ধারালো ছুরিকাঘাত সহ লোহার রড দিয়ে জোরালোভাবে আঘাত করেন। তীব্র আঘাতে তারা রক্তাক্ত অবস্থায় মাঠিতে লুঠে পরেন।
কোনো উপায়ন্তর না দেখে, তাদেরকে রক্ষার্থে সেলিমের বউ এগিয়ে আসলে অভিযুক্তরা তার গতিরোধ করে পড়নের শাড়ী টানা হেচড়া করে কিল, ঘুষি ও লাথি মেরে তাকে ও গুরুতর আহত করে। এখানেই শেষ নয়, সেলিমের ভাগিনা মোঃ হানিফকে পথের মধ্যে একা পেয়ে তারা সবাই মিলে তার ডান হাতের আঙ্গুল কেটে নেয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় হানিফ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। উক্ত ঘটনায় মোহাম্মদ সেলিমর স্ত্রী বাদী হয়ে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেন।