রামগড়ে বিয়ের ৮ মাস পর লাশ হলেন গৃহবধূ

রামগড় প্রতিনিধি

 

খাগড়াছড়ির রামগড়ে বিয়ের ১ বছর না যেতেই লাশ হলেন রাবেয়া বেগম (২১) নামে এক গৃহবধূ। স্বামীর অনুপস্থিতিতে শ্বশুর বাড়িতে নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা।

রবিবার (৭ আগস্ট) সকালে রামগড় উপজেলার ১ নম্বর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের কেয়াংটিলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাবেয়া বেগম পাশ্ববর্তী ভূজপুর থানার মতিন নগর গ্রামের মো. হানিফ মিয়ার মেয়ে। মাত্র ৮ মাস আগে বিয়ে হয় রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের কেয়াংটিলা গ্রামের আবুল খায়েয়ের ছোট ছেলে মহিউদ্দিনের সঙ্গে।

মহিউদ্দিন জানান, তার স্ত্রী প্রচণ্ড রাগী। সে রাতের কোন এক সময় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তিনি কাজের কারণে ছাগলনাইয়া ছিলেন।

নিহত রাবেয়ার পিতা মো. হানিফ জানান, খবর পেয়ে ছুটে এসেছি। মেয়ে আগে কখনও সমস্যার কথা জানায়নি। সব পরিবারেই টুকটাক ঝামেলা থাকে। তবে এটা হত্যা না আত্মহত্যা সেটা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

রামগড় থানার এ এস আই তারেক বলেন, ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে হত্যা না আত্মহত্যা।

মন্তব্য করুন

Your email address will not be published.