ক্যাম্পে ২ রোহিঙ্গা নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া ক্যাম্পের দুই রোহিঙ্গা নেতাকে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিন জন রোহিঙ্গাকে আটকের কথা জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। বৃহস্পতিবার ভোরে রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক তিন জন হলেন– সাহ মিয়া (৩২), মো. সোয়াইব (১৯), জাফর আলম (৫৪)। এ ঘটনায় বুধবার পাঁচ জনকে এজাহারনামীয় করে ১৫-১৬ জনের বিরুদ্ধে নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এসব তথ্য নিশ্চিত করে ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, দুই রোহিঙ্গা হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের থানায় সোর্পদ করা হয়েছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। এদিকে, গতকাল উখিয়া ক্যাম্পে টার্গেট কিলিংয়ের শিকার হন দুই রোহিঙ্গা নেতা (মাঝি)। গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উখিয়ার জামতলী এলাকার ক্যাম্প-১৫-এর সি-৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ক্যাম্প-১৫-এর ব্লক সি/১-এর আবদুর রহিমের ছেলে প্রধান মাঝি আবু তালেব (৪০) এবং একই ক্যাম্পের সি/৯-এর ইমাম হোসেনের ছেলে সাব-ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)।
মন্তব্য করুন

Your email address will not be published.