২৪ঘন্টা সেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রশংসার জোয়ারে-চেয়ারম্যান ওসমান আলী
পরিবর্তনের পথে সাতকানিয়ার কেঁওচিয়া-
সৈয়দ আক্কাস উদদীন
২৪ঘন্টা সেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ওসমান আলী।
বৃহস্পতিবার(১৮ই আগষ্ট) গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন ঘোষণা দিয়ে মুূহূর্তের মধ্যেই আলোচনায় আসেন বর্ষীয়ান যুবলীগনেতা ওসমান আলী।
প্রসঙ্গত-বিভিন্ন ইউনিয়নে নতুন ভোটারদের অসম্পূর্ন কার্যক্রম সম্পাদন করার নিমিত্তে যে ভোগান্তি পোহাতে হয় বলে সোস্যাল মিডিয়ায় ঝড় ওঠছে তারই আলোকে স্বচ্ছতাও জবাবদিহিতা এবং নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের জন্য তিনি এমন ঘোষণা দেন বলে সূত্র নিশ্চিত করেন।
সুত্র আরো নিশ্চিত করেন-কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারাও দিনের বেলা আর রাতের দুই শিফট করে কাজ করে যাচ্ছেন ইতিমধ্যেই।
উল্লেখ্য -কেঁওচিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান ওসমান আলী উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করে আসছেন।