বৌদ্ধ ভিক্ষু উ: জুওয়ানা’র দাহক্রিয়ায় হাজারো মানুষ

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা মহামুনি বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান উ: জুওয়ানা ভান্তের দাহক্রিয়া মঙ্গলবার শেষ বিকেলে জেলা সদরের কমলছড়ি হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে। তিনি সোমবার রাত আনুমানিক ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। তাঁর মৃত্যু সংবাদ জানিয়ে কোন প্রকার প্রচার-প্রচারণা ছাড়াই দাহক্রিয়ায় হাজারো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উ: জুওয়ানা ভান্তে ১৯৫২ সালের ২২ এপ্রিল কমলছড়ি হেডম্যান পাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর গৃহী নাম চাইহ্লাউ চৌধুরী। ভিক্ষু জীবনে তিনি ১৬বার বষাবাস যাপন করেন। তাঁর মৃত্যুতে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সা: সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক জুয়েল চাকমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি প্রদীপ চৌধুরী এবং খাগড়াছড়ি প্রেসক্লাব’র কোষাধ্যক্ষ চিংমেপ্রু মারমা পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, প্রয়াত উ: জুওয়ানা ভান্তে ইউএনডিপি সাহায্যপুষ্ট ‘এসআইডি-সিএইচটি’ প্রকল্পের কর্মকর্তা উশিংমং চৌধুরী’র পিতা।
মন্তব্য করুন

Your email address will not be published.