শফিকুল ইসলাম রাহী লন্ডনে -তবুও যেন সাতকানিয়ার বিএনপি তার দখলে

সাতকানিয়ার বিএনপিতে যার রয়েছে একচ্ছত্র দাপট

 

নিজস্ব প্রতিবেদক 

জ্বালানি তেল, পরিবহন ভাড়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দলনেতা আবদুর রহিমকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা প্রতিষ্ঠার রুপকার, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহীর পক্ষে মঙ্গলবার (৩০ আগষ্ট) বিকালে উত্তর সাতকানিয়াস্থ ড্রীম হাউস ক্লাবের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে সাতকানিয়া রাস্তার মাথায় গিয়ে শেষ হয়।

 

উক্ত মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফৌজুল কবির ফজলু, খাগরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম বিএনপি নেতা জসিম উদ্দিন, মমতাজ উদ্দিন সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ দেলোয়ার হোসেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নেজাম উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফৌজুল কবির রুবেল, সদস্য সচিব ওবাইদুল আরফাত, শ্রমিক দলের সভাপতি নুরুল আবছার’সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আলমগীর সাকীব, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রদল নেতা রবিউল ইসলাম আজিজুল হাসানযুবদল নেতা দিদারুল আলম নেজাম উদ্দিন, মো:আলমগীর।

উল্লেখ্য-শফিকুল ইসলাম রাহী বর্তমানে রাজনৈতিক কাজে লন্ডনে অবস্থানরত।

মন্তব্য করুন

Your email address will not be published.