চট্টগ্রামে আরও ১২ অবৈধ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে তালা

চট্টগ্রামে নানা অনিয়মের অভিযোগে নগরের এক হাসপাতালসহ উপজেলার আরও ১১টি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (৩০ আগস্ট) পরিদর্শন শেষে এ নির্দেশ দেওয়া হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরের ৫টি হাসপাতাল পরিদর্শন করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। এসময় পাঁচলাইশের মিরর হসপিটালের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে পিপলস হাসপাতাল লিমিটেডকে ১০ দিনের জন্য হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এইসময়ের ভেতরে হাসপাতালের যাবতীয় ঘাটতি পূরণের জন্যও বলা হয়। একইভাবে ১৪ উপজেলার ২টি হাসপাতালও ৯টি ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এর মধ্যে বোয়ালখালী ও আনোয়ারা উপজেলায় ১টি করে ২টি হাসপাতালর কাগজপত্র সঠিক না পাওয়াসহ নানান অভিযোগে বন্ধ করে দেওয়া হয়। লোহাগাড়া ও মিরসরাইয়ে ৩টি করে ৬টি ডায়াগনস্টিক সেন্টার, আনোয়ারা, রাঙ্গুনিয়ায় ও বাঁশখালীতে ১টি করে ৩টিসহ মোট ১১টি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ।

এদিকে, নানান অনিয়মের অভিযোগে গত দুইদিনে মহানগর ও উপজেলাসহ মোট ২৯টি হাসপাতাল ও ডায়গনস্টির সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, লাইসেন্সবিহীন অননুমোদিত বেসরকারি হাসপাতাল ক্লিনিক, প্যাথলজিক্যাল ল্যাব ও ডায়াগনস্টিক স্টোরের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। আজকেও ৫টি পরিদর্শন করা হয়েছে। তারমধ্যে ১ টি বন্ধ, অপর এক হাসপাতালের ১০ দিনের জন্য অপারেশন থিয়েটার বন্ধ থাকবে।’

মন্তব্য করুন

Your email address will not be published.