আনোয়ারা প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন পরিষদ কার্য্যলয়ে এসব হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম।
চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধীর মধ্যে এসব হুইল চেয়ার বিতরণ করেন চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম। এসময়ে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে কাজ করছেন। দেশকে নিয়ে গেছেন বিশ্বের দরবারে উন্নয়নশীল রাষ্ট্রে। আমার রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের পক্ষে মুজিববর্ষে শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার উপহার দিয়েছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর শুক্কুর, বিশেষ অতিথি ইউপি সদস্য হারুন তালুকদার, মোহাম্মদ আলমগীর চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোমেনা আকতার নয়ন, মহিলা সদস্যা ছেনোয়ারা বেগম, মনজু আকতার, উপজেলা যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ শহিদ উল্লাহ, স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মুজিবুর রহমান সুমন, শ্রমিকলীগের সহ সভাপতি সেলিম উদ্দিন, ইয়াছিন মাসুদ, জুসি হোসাইন। অন্যান্যদের মধ্যে পারভেজ ইসলাম টিটু, মোহাম্মদ ফারুক, ইসহাক, রেজাউল করিম টিটু, দিলীপ রোজারিও, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ ফিরোজ, ইসহাক, আবদুল করিম, নেজাম, জসীম, তৌহিদ, আমিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল আজাদ সোহেল, আহবায়ক কমিটির সদস্য এবিএম ছোটন, তৈয়ব, এনাম, খোকন, ছাত্রলীগ নেতা মুন্না, মাসুম, বিকি, শহিদ, তানভীর, ইব্রাহিম, আইয়ূব, নয়ন, এহসান, ইলিয়াছ, আবু সালেহ, শাহেদ, নয়ন, ইমতু, পিয়ারু, আবদুল্লাহ, মিজান, সাকিব, আরাফাত, রাফিসহ ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে জাতির জনক বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন, আলোচনা সভা, কেক কাটা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।