জীবন মানে সংগ্রাম, জীবন মানেই যুদ্ধ

ঈদগাঁওতে বেতারের শিক্ষা কর্মসূচীতে বক্তারা

ঈদগাঁও প্রতিনিধি:

বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রের উদ্যোগে জীবন দক্ষতা বিষয়ক শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ঈদগাঁওতে। ১৪ই সেপ্টম্বর ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে ইউনিসেফের অর্থায়নে আয়োজন করা হয়।শুরুতে আলোচনা অংশ নেন, বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক সমীর চন্দ্র বিশ্বাস, সহকারি পরিচালক (অনুষ্ঠান) মোঃ সোলতান আহমদ এবং ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাত। শিশু ও নারীর জন্য এডভোকেসি, যোগাযোগ কার্যক্রম (সচেতনতা) বৃদ্ধির আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশ নেন, বেতার কক্সবাজারের তালিকাভুক্ত শিল্পী, কলা-কূশলীসহ শিক্ষার্থী ও শিল্পীরা। এতে বিনোদনের মাধ্যমে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। বিদ্যালয়ের শ্রোতা ক্লাবের শিক্ষার্থীদের অংশ গ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে কমিউনিটি এনগেজমেন্ট অফিসার এনামুল হক রাজু আহমদ অনুষ্ঠান ঘোষক শামীম আক্তার সহ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে আলোচকরা বলেন, জীবন মানেই সংগ্রাম, জীবন মানে যুদ্ধ। তাই সঠিক সিদ্ধান্ত গ্রহন ও নানান ঝুঁকি মোকাবেলার করে বাস্তব ভিত্তিক জ্ঞান অর্জনের মধ্যদিয়ে জীবনকে আর ও সুন্দর এবং শাণিত করতে হবে। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ বিপুল সং খ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.