শেখ হাসিনা বইমেলায় সম্মাননা পাচ্ছেন ঈদগাঁওর শিক্ষিকা খুরশীদুল জন্নাত

কক্সবাজারে শেখ হাসিনা বইমেলায় সেরা বই সংগ্রাহক সম্মাননা পেতে যাচ্ছেন জেলার স্বনাম ধন্য বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাত। জানা যায়, আগামী ২২শে সেপ্টেম্বর কক্সবাজার পাবলিক ইনস্টিটিট ও লাইব্রেরির দক্ষিণস্থ হল রুমে শুভ উদ্বোধন হতে যাচ্ছে লেখক, দার্শনিক ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলা ২০২২। চারদিন ব্যাপী মেলা উদ্বোধন করবেন, মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ। অনুষ্ঠানে বিগত মেলার সেরা বই সংগ্রাহক হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা খুরশীদুল জান্নাত। শিক্ষক খুরশীদুল জন্নাত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে স্কুলের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। বিদ্যালয়ের শৃংখলা ফিরে এসেছে। লেখাপড়ার মান বৃদ্ধি পেয়েছে। এমনি একজন আদর্শবান শিক্ষককে সম্মাননা পদক প্রদানে কবি মানিক বৈরাগীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ অভিনন্দন জানান ঈদগাঁও ঐক্য পরিবার এডমিন প্যানেল ও কার্যকরী পরিষদের নেতৃবৃন্দরা।

মন্তব্য করুন

Your email address will not be published.