ঈদগাঁওতে আন্তর্জাতিক শান্তি দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারের ঈদগাঁওতে সিসিটিভির উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টম্বর ঈদগাহ কলেজ মাঠে সকাল থেকে এই দিবস উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত পরিসরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদগাঁও রশিদ আহমদ কলেজ অধ্যক্ষ মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রেখেছেন, রিলিফ ইন্টা রন্যাশনালের ডিপিএম রঘুনাথ, ইপসার প্রোগ্রাম ম্যাসেজার ড: সাখাওয়াত উল্লাহ চৌধুরী, সিসি ডিবির প্রজেষ্ট কো-অডিনেটর এস কে মাসুদুল হাসান, সিসিডিবির মোহাম্মদ আয়ুব আলী, চৌফলদন্ডীর নতুন মহাল রহমানিয়া মাদ্রাসার সুপার মিজানুর রহমান,শিক্ষক মো:ফেরদৌস ও সংগঠক শাহরিয়া। সভায় অংশ নেন, কমিউনিটি অরগনাইজেশন হাসিবুল হাসান সজল,কায়সার হামিদ,নিশাত, কমিউনিটি অরগনাইজেশন ও ঈদগাঁও ঐক্য পরিবার কার্যকরী সদস্য মজিনা আক্তার, কমিউ নিটি লিডার ঈদগাঁও ঐক্য পরিবার এডমিন এম আবু হেনা সাগর, সংবাদকর্মী সোয়েব সাঈদ, ঈদগাঁও ঐক্য পরিবার কার্যকরী সদস্য শাহরিয়া ইশাদ নিপা, কমিউনিটি লিডার সাহেদা আরবি, রাহেলা আক্তার সুখী,পিছ মনিটর সালাহ উদ্দিন কাদের,মোহাম্মদ ইমরান মোঃ সাহেদ, রায়হান, শিক্ষার্থী আব্দুল মান্নান নিশাদ ও বিলোয়াল ইসলাম সাহারাজসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে ছেলে-মেয়েদের পৃথক পৃথক চেয়ার খেলা, শান্তি নিয়ে কবিতা, নৃত্যের তালে তালে গান পরিবেশন,প্রীতি ফুটবল ম্যাচ, পুরুস্কার বিতরন অনুষ্ঠান শেষে সমাপ্তি ঘোষনা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.