চন্দনাইশে ওসি আনোয়ারের অভিযানে পুরোপুরি হুমকির মুখে-মাদককারবারিরা

 

সৈয়দ আককাস উদদীন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ভূখন্ডে আতংকে আছেন মাদকসেবীও মাদককারবারিরা।চন্দনাইশ থানা পুলিশ কর্তৃক একের পর এক মাদক রাজ্যে হামলা মামলার পরে বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার মাদকস্পটের নিয়ন্ত্রকরা।

শনিবার(১ই অক্টোবর)সকালে ২০২২সালের জানুয়ারী হতে ৩০শে সেপ্টেম্বর ২০২২ মোট ৭মাসের মাদকমামলার নথিপত্র ঘেঁটে এই তথ্য পাওয়া যায়।

নথিপত্রের ভিত্তিতে জানাযায়-সাতকানিয়া থেকে ওসি আনোয়ার চন্দনাইশ থানায় যোগদান করার পর হতেই উপজেলার মাদকরাজ্যে রীতিমত হানা দিয়ে স্পট আর স্পটের কর্তাদের-প্রায় ভঙ্গুর পরিস্থিতি বানিয়ে দিয়েছেন।

গেল ৭মাসে মাদককারবারি ধরেছেন- ১০৪জন,এবং মাদক মামলা রেকর্ড করেছেন ৭৬টি এবং ৫কোটি টাকার মাদক উদ্ধার করে চন্দনাইশ থানায় নতুন রেকর্ডেরও জন্ম দিলেন ওসি আনোয়ার হোসেন।

শুধু এখানেই শেষ নয়-নথিপত্র ঘেঁটে আরো দেখা যায়-চোলাই মদ উদ্ধার করেছেন প্রায় ১০০০লিটার,গাজা ৬৯০গ্রাম,এবং বিদেশী সিগারেট উদ্ধার করেছেন ৩৪লক্ষ টাকার,এবং মাদক বিক্রির নগদ উদ্ধার করেছেন ১লক্ষ টাকা।

এই বিষয়ে চন্দনাইশ থানার চৌকস ওসি আনোয়ার হোসেন বলেন-আমি এখানে আসার আগেও মাদকের বিরুদ্ধে সাতকানিয়ায়, কঠোর নীতি অবলম্বন করেছি।

তারই ধারাবাহিকতায় আমার চন্দনাইশ থানার চৌকস পুলিশ টীম দ্বারা প্রতিনিয়ত মাদকের আস্থানায় হামলা চালাচ্ছিও কারবারিসহ মাদক আটক করতে প্রতিনিয়ত সক্ষম হচ্ছি-
এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.