ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে বাজালিয়ায় ২০০পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

 

সাতকানিয়া প্রতিনিধি:বাংলা‌দেশ আওয়ামী লী‌গের দপ্তর সম্প‌াদক ও প্রধানমন্ত্রীর বি‌শেষ সহকা‌রি ব‌্যা‌রিস্টার বিপ্লব বড়ুয়ার প‌ক্ষে বাজালিয়ায় শারদীয় দুর্গোৎসব উপল‌ক্ষে বাজা‌লিয়া ইউনিয়নের সনাতনী ধর্মাবলাম্বিদের মা‌ঝে বস্ত্র বিতরণ করেন – উপজেলার ১৩নং বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস কান্তি দত্ত।

শনিবার(১ই অক্টোবর) বিকালে চেয়ারম্যান তাপস দত্তের বাড়িতে বাজালিয়া ইউনিয়নের ২০০জন মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।


এই বিষয়ে বাজালিয়ার চেয়ারম্যান তাপস দত্ত বলেন-আমাদের শারদীয় পুজোঁতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারিও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাতকানিয়া- লোহাগাড়ার কৃতিসন্তান বিপ্লব বড়ুয়া দাদার পক্ষে বাজালিয়ায় আমি ২০০ মানুষকে বস্ত্র উপহার দিয়েছি প্রত্যেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিপ্লব বড়ুয়া দাদার দীর্ঘায়ুর জন্য প্রার্থনাও করেছেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.