সৈয়দ আককাস উদদীন
সাতকানিয়ার এওচিয়ায় বায়তুল ফালাহ জামে মসজিদের শুভ উদ্ধোধন করা হয়েছে।
শুক্রবার(২৫শে নভেম্বর) জুমার নামাজের আগে এওচিয়ার ৬নং ওয়ার্ডের উত্তর পূর্ব এওচিয়ায় এওচিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু সালেহ উদ্ধোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এই মসজিদের শুভ উদ্ধোধন করেন।
উদ্ধোধনের সময় এওচিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং স্থানীয় মুসল্লীদের ব্যাপক সমাগম হয়।

এওচিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান আবু সালেহ মসজিদে আগত মুসল্লীও স্থানীয়দের সাথে নিয়ে ঐতিহাসিক বায়তুল ফালাহ জামে মসজিদের উদ্ধোধনের পর উক্ত মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন।
জুমার নামাজ আদায় করার আগে নবনির্বাচিত চেয়ারম্যান আবু সালেহ মসজিদের ভেতরে উপস্থিত সম্মানিত মুসল্লীদের সাথে দ্বীনের আলোকে কিছু বক্তব্য রাখেন এবং দোয়া কামনা করেন।
এদিকে মসজিদ পরিচালনা কমিটি পবিত্র এই মসজিদের শুভ উদ্ধোধন উপলক্ষে মুসল্লীসহ স্থানীয় মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও করেন।
স্থানীয় চেয়ারম্যান আবু সালেহ মসজিদ পরিচালনা কমিটির এই আথিতেয়তাও গ্রহণ করেন।

এদিকে বায়তুল ফালাহ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী তরুণ শিল্পপতি রাশেদুল ইসলাম জানান-সমাজের মানুষের যথেষ্ট আন্তরিকতায় এবং সবার প্রত্যক্ষও পরোক্ষ প্রচেষ্টা ও সবার আর্থিক সহযোগিতায় আনুমানিক দেড়কোটি টাকা ব্যায়ে আজকের এই বায়তুল ফালাহ জামে মসজিদ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।

সবাই আন্তরিক ভাবে এগিয়ে না আসলে এতবড় মসজিদ এবং এত নান্দনিক মসজিদ নির্মাণ করা সহজ হতনা।
আমি মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদের এই মহতী কাজে যে ভাবে যেখান থেকে পারে সেই ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য।
এদিকে মসজিদ উদ্ধোধনের পর মসজিদের দ্বিতীয় তলার কাজের জন্য এওচিয়ার চেয়ারম্যান আবু সালেহ ওই ফ্লোরের সকল টাইলস ব্যবস্থা করবেন বলেও মসজিদের ভেতরে জুমার খুতবার আগে মুসল্লীদের সাথে মতবিনিময় করার সময় এক পর্যায়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি আরো বলেন-এই মসজিদের কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে পারলে নিজেকে ধন্য মনে করব ইনশাআল্লাহ।