সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের সদর ইউপিস্থ ঠাকুর দীঘি বাজার হাজী ছগির অটো গ্যাস স্টেশন এলকায় অভিযান পরিচালনা করে গতকাল ২৫ নভেম্বর শুক্রবার রাতে ৮০০ পিস ইয়াবাসহ সহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয়নাল আবেদীন (২৫) কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের আকবর আলী পাড়ার মৃত ছকির আহমদের ছেলে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে ।