কর্ণফুলী থেকে বালু উত্তোলন করায় ৫ জনকে কারাদণ্ড

কর্ণফুলী নদী থেকে অনুমোদনহীন ড্রেজার ও বাল্কহেড দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫ জনকে আটক করা হয়েছে। পরে আটকদের ৫ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযূষ কুমার চৌধুরী।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে কর্ণফুলী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আবদুল বাকের (৪০), পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মো. সবুজ আকন (২৫), একই উপজেলার ছিরু মিয়া (৪৫), লক্ষীপুরের চন্দ্রগঞ্জের মো. মোশাররফ হোসেন (৩৪), রামগতি মো. আজম।

পিযূষ কুমার চৌধুরী বলেন, অভিযানে এম ভি মাঈনউদ্দিন মুয়ায-১ এবং এম ভি গাউছিয়া নামের দুইটি ড্রেজার আটক করে কর্ণফুলী থানার জিম্মায় পুরাতন ব্রিজ ঘাটে রাখা হয়েছে। এছাড়াও ৫ জনকে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.