কর্ণফুলীতে সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশের গোলবৃত্ত

আনোয়ারা প্রতিনিধি

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গতকাল থেকে এক সপ্তাহের জন্য দেশব্যাপী কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। করোনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে কাঁচাবাজার। তাই ক্রেতা-বিক্রেতার সুরক্ষায় পুলিশ নিয়েছে বিশেষ উদ্যোগ। দেওয়া হচ্ছে সুরক্ষা সামগ্রীও। করোনার সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় চট্টগ্রামের কর্ণফুলীতেও জরুরি কাজ বা কেনাকাটার ক্ষেত্রে উপজেলার গুরুত্বপূর্ণ বাজারে ‘গোলবৃত্ত’ অঙ্কন করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (০৬ এপ্রিল) বিকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ-এর নেতৃত্বে উপজেলার বেশকিছু ফার্মেসি এবং নিত্য প্রয়োজনীয় দোকানে বৃত্ত অঙ্কন করে জনসাধরণকে বিশেষজ্ঞ অনুমোদিত ন্যূনতম দূরত্ব বজায় রাখতে হবে বলে মাইকে প্রচারণা করেন এবং বিভিন্নস্থানে জরুরি কাজ ছাড়া বাইরে বের হওয়া নিরূৎসাহিত করে সাধারণ মানুষদের।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, করোনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাঁচাবাজারকে সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভাইরাসটি প্রতিরোধের সম্ভাব্য সবগুলো সতর্কতামূলক ব্যবস্থাই গ্রহণ করা হবে। সামাজিক দূরত্ব নিশ্চিতে পুরো বাজারে বৃত্ত অঙ্কন, ক্রেতা-বিক্রেতা উভয়েরই মাস্ক পরিধান বাধ্যতামূলক, ন্যূনতম দূরত্ব বজায় রাখতে মাইকে প্রচারণা চালানো হয় এবং জরুরি কাজ ছাড়া বাইরে বের হওয়া নিরূৎসাহিত করা হচ্ছে। তিনি আরো বলেন, আমরা করোনাভাইরাসের সংক্রমণরোধে জনসাধারণকে বোঝানোর চেষ্টা করছি কীভাবে ন্যূনতম দূরত্ব বজায় রাখতে হবে। যাতে পরিবার, আমি-আমরা সকলে নিরাপদ থাকতে পারি।

 

মন্তব্য করুন

Your email address will not be published.