পশ্চিম ঢেমশায় ফসলি জমির মাটি কেটে পাচার, দুজনের কারাদণ্ড

সাতকানিয়ায় রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটায় দুই ব্যক্তিকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মনছুর উদ্দিন (২৭) ও খোরশেদ আলম (৩৫)।

বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম ঢেমশা এলাকায় স্কেভেটর দিয়ে মাটি কেটে ট্রাকযোগে পাচারের সময় তাদের হাতেনাতে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, রাতের আঁধারে স্কেভেটর দিয়ে কৃষি জমির মাটি পাচারের খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.