লোহাগাড়ায় পিকনিকের বাসের সঙ্গে লরির সংঘর্ষ, আহত ২৬

চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজারগামী একটি পিকনিক বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৬ জন আহত হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াছির উদ্দিন (৪৫), সজিব (২১), আনিসুর রহমান (৩৫), তানভীর (২০), হারুনুর রশিদ (২৮), লোকমান হাকিম (৪০), শামীম (২৪), মোবারক (৪০), পিলু (২৫), শম্পা (২৫), আবু কাউছার (২৫), মো. রাজু (২৪), আনোয়ার (২৫), রাসেল (২৪), রানা (২৫), সিরাজ (২৬), রনি (২৩), হাসান (২৫), হৃদয় (২৪), মামুন (২৫), সজিব (২৫), জাকির (২৪) ও আনোয়ার (২৫)।

দোহাজারী হাইওয়ে থানার ডিউটি অফিসার আব্দুর রহমান বলেন, নেত্রকোনা সরকারি কলেজের সৌখিন পরিবহন নামে একটি পিকনিক বাসের সঙ্গে লবণবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি থানায় জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, লোহাগাাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২৬ জনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.