সাতকানিয়ায় যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

  

 

সরকার পতন আন্দোলনে বিএনপির ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে সাতকানিয়া উপজেলায় মাদার্শা ও এওচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের যৌথ উদ্যােগে দেওদীঘি বাজার সংলগ্ন সিএনজি পাম্প থেকে শুরু করে মিছিল শুরু করে দেওদীঘি বটতল হয়ে দেওদীঘি মোরে এসে শেষ করা হয়।

শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুব উদ্দিন চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মুর্তজা কামাল মুন্সি, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ ন ম ফরহাদুল আলম, সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নঈম মুহাম্মদ সেলিম, যুগ্ম সম্পাদক হারেজ মুহাম্মদ, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাপতি মোহাম্মদ আনিচ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ ইকবাল।

এওচিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য আবু ফয়েজ, আবুল হোসন মনু, নাছির উদ্দিন, মোহাম্মদ আলী, কমিশনার আরফাত হোসেন, মোহাম্মদ আরিফ, শফিকুল ইসলাম পলাশ, দেলোয়ার হোসেন বেলাল, মিজানুর রহমান মিজান, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ আনোয়ার, শাহাদাত হোসেন লিটন, আব্দুর রহিম জয়, মোহাম্মদ মনজুর, আব্দুল হালিম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘‌জনসমর্থন হারিয়ে আবুল-তাবুল বকছেন বিএনপি নেতাকর্মীরা। দেশের মানুষ কেবল শেখ হাসিনাকেই চায়। কারণ শেখ হাসিনাই মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেলসহ বড় বড় উন্নয়ন করেছেন। শেখ হাসিনা দেশে উন্নয়নের মহাসমুদ্রে মহাপ্রলয় ঘটিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.