সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিক নেতা মুছা পেল শ্রমিক তহবিলের টাকা

সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিক নেতা মুছা ড্রাইভারের পরিবারকে মৃত্যু তহবিলের নগদ অর্থ বুঝিয়ে দেওয়া হয়েছে।

সোমবার চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান উপ-কমিটি কেরানীহাট শাখা ও কেরানীহাট পিকআপ ভ্যান চালক সমিতির যৌথ উদ্যোগে তাঁর পরিবারকে মৃত্যু তহবিল ও অন্যান্য তহবিলের মোট ৯০ হাজার টাকা বুঝিয়ে দেওয়া হয়। মুসার বাড়ি কেঁওচিয়ার ৭নং ওয়ার্ডের সিকদার বাড়ি

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল হক নুনু। কেওচিয়া ইউপি চেয়ারম্যান ওসমান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন প্রমুখ।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.