সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিক নেতা মুছা ড্রাইভারের পরিবারকে মৃত্যু তহবিলের নগদ অর্থ বুঝিয়ে দেওয়া হয়েছে।
সোমবার চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান উপ-কমিটি কেরানীহাট শাখা ও কেরানীহাট পিকআপ ভ্যান চালক সমিতির যৌথ উদ্যোগে তাঁর পরিবারকে মৃত্যু তহবিল ও অন্যান্য তহবিলের মোট ৯০ হাজার টাকা বুঝিয়ে দেওয়া হয়। মুসার বাড়ি কেঁওচিয়ার ৭নং ওয়ার্ডের সিকদার বাড়ি
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল হক নুনু। কেওচিয়া ইউপি চেয়ারম্যান ওসমান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন প্রমুখ।