শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রাম জেলায় অন্যান্য সকল থানার চেয়ে লোহাগাড়া থানায় অবৈধ অস্ত্র-গুলি, মাদক উদ্ধার, চিহিৃত চোর- ডাকাত গ্রেফতার, ক্লুলেস হত্যা কান্ডের রহস্য উদঘাটন, তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল এবং থানা এলাকায় সার্বিক আইন শৃংঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় চট্টগ্রাম জেলা পুলিশের ফেব্রুয়ারী ২০২৩ মাসের অপরাধ সভার সার্বিক বিবেচনায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ, মুহাম্মদ আতিকুর রহমান।

বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রাম জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ, বিপিএম।

এ স্বীকৃতি পেয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান বলেন, ভালো কাজের জন্য উর্ধতন কতৃপক্ষ আমাকে যে সম্মাননা দিয়েছেন তা ভবিষ্যতে আরো ভালো কাজ করার প্রেরণা যোগাবে এবং আগামীতে আরো ভালো কাজের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.