থানা রোডের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফুড ফেয়ারে অপরিচ্ছন্ন পরিবেশ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়ায় বিভিন্ন অনিয়মের অপরাধে ৯ প্রতিষ্ঠানকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দীকি।

অভিযানে তিনি মেয়াদোত্তীর্ণ, অননুমোদিত ও ফিজিশিয়ান্স স্যাম্পলের ওষুধ বিক্রির অপরাধে থানা রোডের ফাহিম মেডিকেল হলকে ৫ হাজার, মুহাম্মদীয়া ফার্মেসিকে ৩০ হাজার, হাসান মেডিকেলকে ২০ হাজার ও লোকসেবা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ ও বিপণনের অপরাধে ফুড ফেয়ার অ্যান্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার এবং মূল্য তালিকা না থাকায় ৪ মুদি দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দীকি জানান, দুপুর ১টা থেকে পৌর সদরে বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ, অনুমোদিত, ফিজিসিয়ানসন স্যাম্পলের ওষুধ বিক্রি, একটি স্থানীয় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এছাড়া চারটি মুদির দোকানে মূল্য তালিকা ছিল না। এসব অপরাধে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় অর্থদণ্ড করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.