চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার মাদকের মামলায় দুই জনের ৫ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আব্দুল হামিদ (৪২) ও মো. এবাদ উল্লাহ (৩৮)।
মঙ্গলবার (১৪ মার্চ) চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২২ অক্টোবর নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতুর পুলিশ বক্সের সামনে সৌদিয়া বাস থেকে আব্দুল হামিদ ও মো. এবাদ উল্লাহকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ শত ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন বাকলিয়া থানার উপ পরিদর্শক(এসআই) মো. আবদুল করিম বাদী হয়ে মামলা করেন। ২০১৬ সালের ২১ এপ্রিল আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালতে এ মামলায় ৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বলেন, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আব্দুল হামিদ ও মো. এবাদ উল্লাহকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছে। মামলা পরিচালনায় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আবু ঈসা।