বাঁশখালীর দুই ইটভাটাকে জরিমানা

কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার ও কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে বাঁশখালী উপজেলার দুই ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ মার্চ) উপজেলার বাহারছড়া ও চাম্বল ইউনিয়নে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

তিনি বলেন, কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার ও পাশের কৃষি জমি থেকে মাটি কাটায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের এমবিএম ইটভাটার ম্যানেজার মো. নূর হোসেনকে ৪ লাখ টাকা জরিমানা করেছি। পাশাপাশি গাছের গুড়ি ও লাকড়ি পুড়িয়ে ইট তৈরি করায় চাম্বল ইউনিয়নের এনটিবি ইটভাটার ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাত দিনের মধ্যে ইট ভাটার এলাকা থেকে সব লাকড়ি অপসারণের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.