পবিত্র মাহে রমজান উপলক্ষে এওচিয়াবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন চেয়ারম্যান মো: আবু ছালেহ। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটিয়ে সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্যলাভ এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর প্রতি।
বৃহস্পতিবার (২৩ মার্চ) এক বাণীতে তিনি বলেন, ‘সিয়াম সাধনা ও সংযমের মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্যলাভ এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। ’
পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করার আহ্বান জানিয়েছেন তিনি।
একই সাথে দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্যও তিনি দেশবাসী থেকে দোয়া চেয়েছেন।