সাতকানিয়ায় বাজার তদারকিতে আবারও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এদিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পৌর সদরের দেওয়ান হাটের মাছ, মাংস, সবজি, মুদি দোকান ঘুরে ঘুরে মূল্য তালিকা যাচাই করেন। মূল্য তালিকা না থাকা ও দামের তারতম্যের কারণে কয়েকটি দোকানকে বিভিন্ন পরিমাণে জরিমানা করে সতর্ক করেন তিনি।
এসময় দোকানিদের রমজান মাসে পণ্যমূল্য স্বাভাবিক রাখতে নির্দেশনা দেন তিনি।
পরবর্তীতে বাজারের কিছু ওষুধের দোকানে অননুমোদিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান্স স্যাম্পল ওষুধ বিক্রয়ের অপরাধে বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাংস বিক্রেতা মো. জমিরকে ৫ হাজার টাকা, নাজিম উদ্দিনকে ২ হাজার টাকা, সবজি বিক্রেতা মোঃ আহমদকে ৫ হাজার টাকা, আলিফ ফার্মেসিকে ১০ হাজার টাকা, রয়েল ফার্মেসিকে ৩০ হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসিকে ৫ হাজার টাকা, মদিনা ফার্মেসিকে ১০ হাজার টাকা, সাতকানিয়া স্টোরকে ৫ হাজার টাকা করে সর্বমোট ৮ টি মামলায় ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আরাফাত সিদ্দীকি জানিয়েছেন, রোজাজুড়ে প্রশাসনের চোখ থাকবে বাজারে। অনিয়ম করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হবে।