সাতকানিয়ায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে সোহাগ হাসান নামে ৬ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।
সোহাগ দোহাজারির সাতকানিয়া অংশের বিওসির মোড়ের মনিরুল ইসলামের ছেলে।
সোমবার সকাল ১১টার দিকে সাঙ্গু রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে ওই শিশুকে উদ্ধার চেষ্টা করে নিস্ফল হয়ে বিকেলে ইউএনও’র মাধ্যমে ফায়ার সার্ভিসকে খবর দেয় তারা। পরে সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা জোয়ার-ভাটার কারণে উদ্ধার অভিযান পরিচালনা করেও শিশুটিাকে উদ্ধার করতে পারেনি। এরপর চট্টগ্রাম ফায়ার সার্ভিস থেকে তিনজন ডুবুরি এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে অন্ধকারের কারণে তারা উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। সেহেরির পরপর আবারও উদ্ধার অভিযান শুরু করার কথা রয়েছে।
সোহাগ হাসান ওই এলাকার মনিরুল ইসলামের ছেলে। দীর্ঘ ১৫ বছর ধরে তারা ওই এলাকার ভাড়া বাসায় থাকছেন।
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্ণায়েন বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে পানির স্রোতের কারণে উদ্ধার অভিযান সফল হয়নি। আমাদের তিনজনের একটি ডুবুরি দল এসেছে। ভোরের আলো ফোটার আগেই তারা অভিযানে নামবেন।