সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও আরলিংকস লিমিটেডের চেয়ারপারসন রোকেয়া আফজাল রহমান মারা গেছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ চেয়ারপার্সন হাসপাতালে মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাত ২টায় ঘুমের মধ্যেই মারা যান তিনি। শুক্রবার (৬ এপ্রিল) তার মৃতদেহ দেশে আনা হবে বলে জানিয়েছেন স্বজনরা।
কর্মজীবনে রোকেয়া আফজাল রহমান মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
আরলিংকস ছাড়াও আর আর কোল্ড স্টোরেজ লিমিটেড, আরিস হোল্ডিংস, ইমান কোল্ড স্টোরেজ, মিডিয়া ওয়ার্ল্ড, মাইডাস ফাইনান্সিং, মিডিয়া স্টার ও রিলায়েন্স ইনস্যুরেন্সেও বিনিয়োগকারী তিনি। এ ছাড়া তিনি বাংলাদেশ ফেডারেশন অব উইমেনস এন্ট্রাপ্রেনিউরস, ব্র্যাক, মানুষের জন্য ফাউন্ডেশন ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট আছেন।
মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের (এমএফএল) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন তিনি।