গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০২ জন। এটিই এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু।
এর আগে গতকাল ও গত পরশু ১০১ জন করে মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১০ হাজার ৩৮৫ জন।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন হাজার ৬৯৮ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ১৮ হাজার ৯৫০ জন।
আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।