নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা

দয়াল কুমার বড়ুয়া

সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। বছরের এমন কোনো দিন নেই যে সড়কপথে দুর্ঘটনায় প্রাণহানি ঘটে না। সড়ক দুর্ঘটনার কারণে স্বজনদের অশ্রুপাত ঘটেনি এমন দিনও খুঁজে পাওয়া যাবে না। সড়ক দুর্ঘটনা অতি তুচ্ছ বিষয়ে পরিণত হওয়ায় এটিকে সামাল দেওয়ার মতো কোনো কর্তৃপক্ষের অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন। খাতাপত্রে এসব দেখভালের দায়িত্ব যাদের তারা কর্তব্য পালনের বদলে নিজেদের পকেট স্ফীত করার কাজে বেশি ব্যস্ত থাকেন- এমন অভিযোগ প্রবল।

মন্তব্য করুন

Your email address will not be published.