রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে মো. রোহান (৬) নামে এক শিশু প্রাণ হারিয়েছে।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মগদাই গ্রামে আলা মিয়া সওদাগরের বাড়িতে ঘটনাটি ঘটে। রোহান ওই বাড়ির আবু তৈয়বের ছেলে।

স্থানীয়রা জানায়, রোহান দুপুরে খেলতে বের হয়। এরপর পুকুরে ভাসতে দেখলে তার পরিবারকে খবর দেন স্থানীয়রা। পরে সেখান থেকে উদ্ধার করে রাউজান উপজেলার নোয়াপাড়াস্থ একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জগদীস বড়ুয়া।

মন্তব্য করুন

Your email address will not be published.