ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নেতার উদ্যোগে বঙ্গবন্ধু কর্ণার

নিজস্ব প্রতিবেদক

মুজিব বর্ষ উপলক্ষে ভারতের মাটিতে বঙ্গবন্ধুর নামে লাইব্রেরী করলো বাংলাদেশ ছাত্রলীগ ভারত শাখা।

বুধবার (২১ এপ্রিল) ভারতের পাঞ্জাবের ডক্টর আইটি পলিটেকনিক কলেজে ভারত শাখা ছাত্রলীগ নেতা সৈকত দেবনাথের আবেদনের প্রেক্ষিতে এই লাইব্রেরী অনুমোদন দেয় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

সৈকত দেবনাথ চট্টগ্রাম সংবাদকে বলেন, ‘ভারত শাখা ছাত্রলীগ বিদেশের মাটিতে নিজ দেশের ও পিতা মুজিবের নাম প্রচার ও প্রসারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে নিরন্তরভাবে। কিছুদিন আগেও ভারত শাখা ছাত্রলীগের নেতাদের উদ্যোগে মুর্শিবাদ জেলায় বিনামূল্যে মাষ্ক ও ইফতার বিতরন করে। তারই ধারাবাহিকতায় এবার প্রথম বিদেশের মাটিতে প্রথম কোন লাইব্রেরিতে বঙ্গবন্ধুর নামে বিশেষ কর্নার প্রতিষ্ঠিত হলো।’

তিনি আরও বলেন, ‘শুধুমাত্র ডক্টর আইটি পলিটেকনিক কলেজ নিয়ে সীমাবদ্ধ থাকতে চাই না আমরা। ধীরে ধীরে বাংলাদেশী ছাত্র আছে এমন আর ইউনিভার্সিটিগুলোতে আমরা এই উদ্যোগ নিবো।’

সৈকত দেবনাথ আরও বলেন, ‘আমরা দেশ ছেড়ে বিদেশের মাটিতে এসেছি পড়ালেখার জন্য। যিনি আমাদের এতসুন্দর একটা দেশ উপহার দিয়েছেন আমরা তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছু একটা করতে চাই। আমরা বঙ্গবন্ধুর আদর্শ প্রচারের জন্য এই উদ্যোটা গ্রহন করি। ছাত্রলীগের হারানো ঐতিহ্য রক্ষায় এবং বিদেশের মাটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে পিতা মুজিবের আর্দশ প্রচারের জন্য আমরা এই কর্মসূচি কাজ চলমান রাখবো।’

এর আগে বাংলাদেশ ছাত্রলীগ ভারত শাখার উদ্যোগে চট্টগ্রামে ইফতার, ত্রান ও মাস্ক বিতরণ করা হয়। এছাড়া অনলাইনের বঙ্গবন্ধুকে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও কবিতা লেখার আসর।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.