বাজুস সাতকানিয়া উপজেলা শাখার এর বর্ণাঢ্য শোভাযাত্রা আগামী সোমবার

 

সাতকানিয়া প্রতিনিধি:

সোনায় বিনিয়োগ, ভবিষ্যতে সঞ্চয় এই স্লোগান সামনে সারা দেশের ন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ও আগামী ১৭ জুলাই সোমবার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন সাতকানিয়া উপজেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‌্যালি ও ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাজুস সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি শিব প্রসাদ ধর ও সাধারণ সম্পাদক রবিউল হাসান।

বাজুস সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি শিব প্রসাদ ধর বলেন, আগামী সোমবার সারাদেশের ন্যায় আমাদের সাতকানিয়ায় ও এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে। এতে সকলের উপস্থিতি কামনা করছি।

মন্তব্য করুন

Your email address will not be published.