সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শুভ উদ্বোধন করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে গণভবন থেকে ভার্চ্যুয়ালি সারাদেশে পঞ্চম ধাপে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে সাতকানিয়ার প্রাণকেন্দ্র রাস্তার মাথা এলাকায় অবস্থিত উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করেন।
সাতকানিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সি আই পি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, সাতকানিয়া সার্কেলের এসপি শিবলী নোমান, স্থানীয় সাংসদের একান্ত সচিব ও জেলা পরিষদের সদস্য এরফানুল করিম, পৌর মেয়র মোহাম্মদ জোবাইর, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা নুরুল আবছার চৌধুরী, উপজেলা প্রশাসনের অফিসার, ইসলামিক ফাউন্ডেশন সাতকানিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ, মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদেন চেয়ারম্যানবৃন্দ, আলেম-ওলামা, বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
এর আগে ২০২১ সালের ১০ জুন প্রথম ধাপে, এ বছরের ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে, ১৬ মার্চ তৃতীয় ধাপে এবং ১৭ এপ্রিল চতুর্থ ধাপে ৫০টি করে মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সারা দেশে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে জেলা ও উপজেলা পর্যায়ে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে এ পর্যন্ত ২৫০টি মসজিদ নির্মাণ করা হয়েছে।
মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ ওযু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে।
এছাড়া মসজিদে হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগে আচার ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা ও ইসলামিক কনফারেন্স রুম থাকবে। সাংস্কৃতিক কর্মকান্ড এবং ইসলামী দাওয়াত, ইসলামী বই বিক্রয় কেন্দ্র, মসজিদের সাথে দেশী-বিদেশী অতিথিদের জন্য বোর্ডিং সুবিধাও থাকবে এই মসজিদে