বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক শিশু মারা গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সরল ইউপির ৪ নং ওয়ার্ডের খালাইচ্ছার দোকান আশি ঘর পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ওই শিশুর নাম মোঃ ইয়াহান (২)।
পুকুরে ডুবে মারা যাওয়া ইয়াহান সরল এলাকার মোঃ ফারুকের পুত্র । সে গত কয়েকদিন আগে মায়ের সাথে নানুর বাড়িতে বেড়াতে আসে।
নিহতের চাচাত মামা মোঃ মিজানুর রহমান বলেন, সকাল নয়টায় সবার অগোচরে আমাদের বাড়ির পাশের পুকুরে ডুবে যায় ইয়াহান। খোঁজাখুঁজি করে সকাল সাড়ে ৯ টার দিকে তাকে পুকুর থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যাই। এসময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।