নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়ায় এক চিহ্নিত চোরকে হাতেনাতে পুলিশে ধরিয়ে দেয়ার অপরাধে চোরের অন্য সাঙ্গপাঙ্গরা এক জনপ্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা করার অভিযোগ ওঠেছে।
আটককৃত চোর ছদাহার ২নং ওয়ার্ডের ফজুরপাড়ার মো:শাহজান।
উপজেলার ছদাহার ৭নং ওয়ার্ডের মিঠাদীঘি এলাকা ২৬শে আগষ্ট দিবাগত রাত ২.৩০এর নাগাদ মিঠাদীঘি বাস স্টেশনে দূর্বৃত্তরা ওই জনপ্রতিনিধিকে হামলা চালায়।
আহত জনপ্রতিনিধি ছদাহা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা মো:আরিফুর রহমান চৌধুরী।
জানাযায়,গত ২৩শে আগষ্ট দিবাগত রাত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের টাইম ক্যাফের পার্শবর্তী মোর্শেদ সওদাগরের দোকান থেকে গ্যাস ভর্তি কিছু সিলিন্ডার চুরি হয়ে যায়।
অপরদিকে চুরিকৃত গ্যাস ভর্তি সিলিন্ডারগুলি পাশের ষ্টেশন মিঠাদীঘির সিরাজ সওদাগরের দোকানের সামনে ভোরবেলা রেখে যায়,কিন্তু সিরাজ সওদাগরের ছেলে সকাল ৮টার দিকে পূর্বের মত দোকান খুলতে গেলে দেখায় যায় দোকানের সামনে কতেক গ্যাস সিলিন্ডার।
সিরাজ সওদাগরের ছেলে মো:নাঈম ওগুলো সরিয়ে দোকান খুলেন।
কিছু সময় ক্ষেপন হওয়ার পরে টাইম ক্যাফ এলাকা থেকে যে চোর সিলিন্ডার চুরি করছে সেই চোর যুবক শাহজান নাঈমকে এসে বলে তোদের দোকানে এই গ্যাসগুলি আমি বিক্রি করব,কিন্তু সিরাজ সওদাগরের ছেলে মো নাঈম এগুলি কিনতে অস্বীকৃতি জানান।
বেলা আরো গড়ালে গ্যাসের সিলিন্ডারের খোঁজে ষ্টেশনে ষ্টেশনে পায়চারি করেন টাইম ক্যাফ এলাকার গ্যাসের মালিক মোর্শেদ সওদাগর।
পরে মোর্শেদ সওদাগরকে নাঈম বলেন তার হেফাজতে কিছু সিলিন্ডার আছে তবে কে চুরি করে নিয়ে আসছে তাকেও ধরিয়ে দিবে।
পরে মোর্শেদ সওদাগর আর সিরাজ সওদাগর মিলে বিষয়টা সমাধান করার জন্য বিচার দেন স্থানীয় ইউপি সদস্য আরিফুর রহমানকে,আরিফুর রহমান সুকৌশলে চোরকে ডেকে এনে জিনিষসহ ৯৯৯ এ ফোন করে স্থানীয় গ্রাম পুলিশের উপস্থিতিতে চোর শাহজানকে থানায় তোলে দেন।
সাতকানিয়া থানার এএসআই মহিউদ্দিন মানিক চোরসহ জব্দকৃত গ্যাস সিলিন্ডার থানায় নিয়ে যায়।
মোর্শেদ সওদাগর,সিরাজ সওদাগর,স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রহিম জয়,আওয়ামী লীগনেতা আনোয়ারসহ থানার অফিসিয়াল কার্যক্রম শেষে বাড়ি আসার পথে মিঠাদীঘি এলাকায় পৌঁছামাত্র চোর শাহজানের অপরাপর সাঙ্গপাঙ্গরা ইউপি সদস্য আরিফকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে মারাত্মক আহত করেন।
তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এদিকে স্থানীয় একাধিক-বাসিন্দা জনপ্রতিনিধির উপর এমন হামলার কারণে ক্ষোভও তীব্র নিন্দা প্রকাশ করেছেন।