মহানগর বিএলএফ যুব কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম মহানগর যুব কমিটির নব নির্বাচিত কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলএফ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শাকিল আকতার চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএলএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুল আবছার ভুঁইয়া।

এসময় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএলএফ সভাপতি নুরুল আবছার তৌহিদ, সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়া, যুগ্ম সম্পাদক আলমগীর, শাহীন জেলা বিএলএফ যুগ্ম সম্পাদক আরজু, চট্টগ্রাম মহানগর বিএলএফ যুব কমিটির সহ-সভাপতি বেলায়েত হোসেন সফিক, জিয়া উদ্দীন রানা, যুগ্ম সম্পাদক জাহিদুল আলম,সাদ্দাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন, ফিরোজ আলম, দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম,
দপ্তর সম্পাদক আতাউল হক ওসমানী, ক্রীড়া সম্পাদক হাসান, সহ প্রচার সম্পাদক আইয়ুব আলী সোহাগ, ইমাম হোসেন,টিটু,ফোরকান,বাপ্পি প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.