পটিয়ায় বিএনপি নেতাদের বিরুদ্ধে যুবলীগ নেতার বিস্ফোরক মামলা, ১৮ জন বিএনপির নেতাকর্মী কারাগারে

পটিয়া প্রতিনিধি:

পটিয়ায় বিএনপি নেতাদের বিরুদ্ধে যুবলীগ নেতার করা বিস্ফোরক মামলায় ১৮ জন বিএনপির নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। হাইকোর্টের দেয়া ৬ সপ্তাহের জামিন শেষে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইতে গেলে ১৮ জন আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত । রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভূইয়া এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস এম হোসেন নয়ন। জানা যায়, গত ১৫ জুলাই রাতে পটিয়া পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাদী হয়ে পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলমকে প্রধান আসামি করে আরো ২০ জনের নাম উল্লেখ করে বিস্ফোরণ আইনের তিন ধারায় মামলাটি পটিয়া থানায় দায়ের করেন। এছাড়া অজ্ঞাত আরো ১৪০/১৫০ জনকে আসামি করা হয়। এরা সবাই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনামের অনুসারী। কারাগারে পাঠানো বিএনপি নেতারা হলেন, পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম সওদাগর, কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান বাবু, জেলা বিএনপি নেতা মঈনুল আলম ছোটন, পৌর যুবদল নেতা এস এম রেজা রিপন, সাইফুর রহমান আবু, মো. নুরুল আবসার, মো: ইমরান, পিচ্চি করিম, আক্তারুজ্জামান বাবলু, কাজিম উদ্দিন, মনসফ আলী, মফিজুর রহমান, আল রহমান সোহেল, আজাদ খান, আবদুল সালাম, জাহাঙ্গীর আলম, জসিম মোল্লা, মো. বেলাল, আলম মেম্বার। এর আগে, গত ৩ আগষ্ট হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো: আমিনুল ইসলামের ধৈত বেঞ্চ বিএনপি নেতাদের আগাম ৬ সপ্তাহের জামিন দিয়েছিলেন। আজ রবিবার এ মামলার ১৮ জন আসামীরা উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় চট্টগ্রাম জেলা এ দায়রা জজ আদালতে আত্নসমর্পণ করে তাদের আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করলে আদালতের বিচারক আজিজ আহমেদ ভূইয়া তাদের সব আসামীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দক্ষিন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও পটিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক এনাম বলেন, ২০১৮ সালে দেখেছিলাম পুলিশ বিএনপির নেতাদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে ঘরছাড়া করেছিল। এবারও মিথ্যা হামলার নাটক সাজিয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি  মামলা দিচ্ছেন সরকার দলীয় নেতারা। বিএনপির এ নেতার দাবি, কোন ঘটনা ছাড়াই বিএনপি নেতাদের  মামলা দেওয়া হয়েছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সারা দেশে এ রকম অসংখ্য মামলা হয়েছিল পুলিশ বাদী হয়ে। কিন্তু এবার বাদী করা হয়েছে এক যুবলীগ নেতাকে। মামলার বিবরনে জানা যায়, গত ১৪ জুলাই রাত নয়টার দিকে কচুয়াই ইউনিয়নের পারিগ্রাম এলাকায় গিরি চৌধুরী বাজারের নিকটবর্তী ময়লার স্তূপের পাশে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ১৬০/১৭০ জন লোক বাদী নজরুলের পথরোধ করেন। আসামিরা বাদী ও সরকারকে উদ্দেশ্য করে নানা রকম কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন। এসময় আসামিরা পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং পেট্রোল বোমা নিক্ষেপ করেন বলে এজহারে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.