বাঁশখালীতে ৫ম ধাপে জমিসহ প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়েছেন ৪৬ পরিবার

বাঁশখালী প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ১ম,২য়,৩য়,৪র্থ ও ৫ম পর্যায়ের ১ম ধাপে বাঁশখালীতে আরও ৪৬ গৃহহীন পরিবার আজ জমিসহ ঘর পেয়েছেন। উপজেলার পৌরসভা এলাকায় নির্মিত এই ঘরগুলো মঙ্গলবার (১৩নভেম্বর) সকাল ৯ টায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে এসব ঘর দেওয়া হলো। বাঁশখালীর ৩৬২ টি ঘরের মধ্যে ১ম পর্যায়ে ৪৭ টি, দ্বিতীয় পর্যায়ের ১৪ টি, ৩য় পর্যায়ে ১৩৫, ৪র্থ পর্যায়ে ১২০ টি হলেও অবশিষ্ট ৫ম পর্যায়ে ৪৬ টি প্রথম পর্যায়ের। এই ঘরগুলো ৫ম দফায় নির্মিত হলেও আগামীকাল অবশিষ্ট সব গুলো একই সাথে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিটি ঘরে দুটি শয়ন কক্ষ, রান্নাঘর, টয়লেট ও খোলা বারান্দা রয়েছে। রয়েছে সুপেয় পানি ও বিদ্যুৎ সুবিধাও। গৃহ মালিকানা হিসেবে প্রতিটি গৃহকর্তা পাবেন দুই শতক জমিও। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মিত এই ঘরের প্রতিটিতে ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা করে। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার সোমবার বিকেলে এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না বলে ঘোষণা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫ম দফায় বাঁশখালীতে ৪৬ গৃহহীন ঘর পাচ্ছেন। এর পূর্বে পুকুরিয়া, কালীপুর,চাম্বল ও জলদীতে ৩১৬ গৃহহীনকে দুই শতক জমিসহ ঘর দেয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে সারাদেশের ৬৯ হাজার ৯০৪ পরিবারকে প্রধানমন্ত্রী ঘর উপহার দেন। দ্বিতীয় পর্যায়েও সারাদেশের ৫৩ হাজার ৩৪০ পরিবারকে ঘর উপহার দেয়া হয়েছে। ৩য়, ৪র্থ ও ৫ম পর্যায়ের অবশিষ্ট সব গুলো আগামীকাল ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মিত এই ঘরের প্রতিটিতে ব্যয় হয়েছে ৩ লাখ ৪ হাজার টাকা করে। এটা একটু টিক করতে হবে।
মন্তব্য করুন

Your email address will not be published.