পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগড়িয়া এলাকায়র সিএনজি চালক আবদুল মান্নান (৪৫) ও নাজিম উদ্দীন (২৭) এবং পটিয়া উপজেলা খরনা ইউনিয়নের লালারখিল এলাকার কায়সার হোসেন (২৬) কমদামে সাতকানিয়া থেকে ইয়াবা কিনে পটিয়ায় এনে বেশি দামে বিক্রি করতেন। এ তিন মাদক কারবারি হাতেনাতে ধরা পড়লেন পুলিশের হাতে।
আজ শনিবার (২৫ নভেম্বর) দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিন মাদক কারবারি বেশ কিছু ইয়াবা নিয়ে পটিয়ায় এসে হাত বদল করবেন। সে সূত্র ধরে ছদ্মবেশে পটিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক জহির আমিন ও জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পটিয়া পৌর সদরের পোস্ট অফিস মোড় এলাকায় অবস্থান করে। সিএনজি যোগে তিন মাদক কারবারি দুপুরে পটিয়া পোস্ট অফিস মোড় নেমে গুলশান মেহরিন রেস্টুরেন্টে প্রবেশ করে সেখানে বসেন। সেই রেস্টুরেন্টে আসার কথা ছিল অন্য মাদক কারবারিরা। সেখান থেকেই বসে ইয়াবা গুলো হাতবদল করতেন। কিন্তু তার আগেই তারা পুলিশের হাতে ধরা পড়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে তিন মাদক কারবারিকে গুলশান মেহরিন রেস্টুরেন্ট থেকে আটকের সময় তাদের দেহে তল্লাশি চালিয়ে ৬০০ পিচ ইয়াবা উদ্ধার ও ইয়াবা সরবরাহের কাজে নিয়োজিত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে।
পটিয়া থানার উপ-পরিদর্শক মো. জহির আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় ইয়াবা সরবরাহের কাজে নিয়োজিত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল রবিবার তাদেরকে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।